সরিষাবাড়ীতে ৪৫০ নারী প্রধান পরিবার পেল পশু খাদ্য ও কৃমিনাশক ঔষধ
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি :
জামলপুরের সরিষাবাড়ীতে এফএও-ইসিটিএডি বাংলাদেশ এর আর্থিক সহায়তায়“বন্যা কবলিত এলাকায় প্রানী সম্পদ ও প্রানী সম্পদ নির্ভর জীবিকা রক্ষায় সহায়তা” প্রকল্পের আওতায় ৪৫০ জন নারী প্রধান পরিবারের প্রতি জনকে ৭৫ কে করে পশু খাদ্য ও ১২ টি করে কৃমি নাশক বড়ি ঔষধ বিতরন করা হয়েছে।সোমবার উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পশু খাদ্য ও ঔষধ বিতরন করা হয়েছে।
এতে সভা প্রধান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন নারী প্রধানদের হাতে পশু খাদ্য ও ঔষধ তুলে দেন।বিশেষ অতিথী হিসেবে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম,এফএও এর প্রতিনিধি ন্যাশনাল কনসালটেন এ্যনিমেল নিউট্রিশন রাহাত আরা করিম,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান,তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল,সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্র সংসদের জি.এস এস এম রাজন আহম্দে প্রমুখ উপস্থিত ছিলেন।