সারাদেশ

সরিষাবাড়ীতে স্বেচ্ছা শ্রমে পূজামণ্ডপের রাস্তা মেরামত

তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি ঃ 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়নের কাওয়ামারা বারইপটল এলাকায় সনাতন ধর্মালম্বীদের যে মহাৎসব শারদীয় দূর্গাপূজা  রাস্তাটির দীর্ঘদিন যাবত বেহালদশা তাই শনিবার সকালে এলাকাবাসী সবাই একসাথে মিলেমিশে  স্বেচ্ছাশ্রমে পূজামণ্ডপের রাস্তাটি  মেরামত করেছে বলে জানা যায়। 

এলাকাবাসীর অভিযোগ করে বলে –  সরিষাবাড়ী উপজেলা  পিংনা  ইউনিয়নের কাওয়ামারা বারইপটল এলাকায় সনাতন ধর্মালম্বীদের  মহাৎসব শারদীয় দূর্গাপূজা  রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহালদশা  তাই চেয়ারম্যান মোতাহার হোসেনকে বারবার বলার পর ও  তিনি কাজটি  করেনি। শুধু মিথ্যে আশ্বাস দিয়েই যাচ্ছেন।এ দিকে দূর্গাপূজা এসে যাওয়ায় এবং ইউপি চেয়ারম্যানের কাছ থেকে কোন সাহায্য সহযোগিতা না পাওয়ায়। এলাকাবাসী নিজ উদ্যোগেই নিজেস্ব অর্থায়নে  দুই ধর্মপ্রাণ মুসলিম ভাই, জীবন ও আঃ কাদের  ভেবল পাল ১ হাজার টাকা, শ্যামল পাল ৫ শ টাকা এবং হাফিজুর রহমান ৫’শ টাকা দিয়ে বালু ও মাটি দিয়ে সবাই একসাথে মিলেমিশে  স্বেচ্ছাশ্রমে পূজামণ্ডপের রাস্তা মেরামত করা হয়েছে। 

এ বিষয়ে পিংনা ইউনিয়নের  চেয়ারম্যান মোতাহার হোসেনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকায় আছি