সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধার জমি জবর দখলের অভিযোগ
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধার জমি জবর দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি সম্প্রতি উপজেলার বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটেছে ।মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ধানাটা কলেজ রোড় গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র বীরমুক্তি যোদ্ধা লুৎফর রহমান তার পৈতৃক সুত্রে বাঘমারা মৌজার (সাবেক দাগ নং-২৭৩,২৭৪)আরও আর দাগ নং-১৫২,খতিয়ান নং-১০৮ জমির পরিমান-১ একর ৫২ শতাংশ প্রাপ্ত হন।
উক্ত ভূমি উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের মৃত আব্দুস ছোবহান এর ছেলে ইউনিয়ন যুবদল নেতা মুকুল মিয়া ও তার ছেলে মানিক মিয়ার নেতৃত্বে ভাড়াটিয়া ১০/১৫ জন লোক নিয়ে তাদের জমি দাবী করে বীরমুক্তি যোদ্ধা লুৎফর রহমানের মাটি ভরাট করা ভিটায় জবর দখল করে ঘর উত্তোলন করেছে।
বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এর লোকজন শহরে বসবাস করার সুযোগে যুবদল নেতা মুকুল মিয়া ভাটাটিয়া লোকজন নিয়ে এ ঘর উত্তোলন করেছে। ওই জমি নিয়ে পর পর ৪টি গ্রাম্য শালীশ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম্য সালীশে উক্ত ভূমি লুৎফর রহমান প্রকৃত হকদার বলে সিদ্ধান্ত দেন মাতাব্বর গন। সর্বশেষ গ্রাম্য সালিশটি বাঘমার লুৎফর রহমানের ভূমিতে অনুষ্ঠিত হয়।
উক্ত দরবারে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন,ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম,সাংগঠনিক কমান্ডার আব্দুল হামিদ,ইউপি সদস্য আব্দুল কদ্দুস,মুক্তিযোদ্ধা মুসা মন্ডল সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রাম্য সালীশ অমান্য করে মুক্তিযোদ্ধার জমি জবর দখল করায় মুক্তিযোদ্ধা ও এলাকার সচেতন মানুষের মাঝে ক্ষোভ সহ নানা সমালোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান বলেন,দফায় দফায় গ্রাম্য সালীশে আমার জমির স্ব-পক্ষে রায় দিলেও বিএনপি’র যুবদল নেতা ক্যাডার মুকুল মিয়া ও তার ছেলে মানিক মিয়ার নেতৃত্বে ১০/১৫ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার মাটি ভরাট করা জমিতে ঘর উত্তোলন করেছে। তিনি আরো বলেন, আমি প্রশাসনের সহযোগীতায় জবর দখলকারীর নিকট থেকে জমি উদ্ধারের জন্য আশু দৃষ্টি কামনা করছি।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, বীরমুক্তি যোদ্ধার জমি অন্যাভাবে কেউ জবর দখল করে থাকলে জবর দখলকারীর বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।