সরিষাবাড়ীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলীর গণসংযোগ
তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলী আক্তার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ফুটবল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন। জেলী আক্তার আজ শনিবার দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি, চানপুর, দৌলতপুর, পিংনা ইউনিয়নের বাসুরিয়া, নরপারা, ফলদেপাড়া, মেদুর বাড়ইপটল, পিংনা ইউনিয়নের হাটখোলা ও পোগলদিঘার ইউনিয়নের যমুনা সারকারখানা মোড়, কান্দারপাড়া বাজার, তিতাস মোড়, একুশে মোড়, রুদ্রবয়ড়া, বয়ড়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ভোটার জনতার সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সহযোগিতার আহবান জানান এরপরে জেলী আক্তার সন্ধ্যায় দ্যা ম্যাকজিম কিন্ডারগার্টেন স্কুলের কৃতী-শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে আগত সুধীজনদের উদ্দেশে বক্তব্যে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বাচ্চু, সাবেক সম্পাদক আব্দুল আলিম, সাবেক ছাত্রলীগ নেতা সোলাইমান হোসেনসহ আরো অনেকেই অংশ নেন।