সরিষাবাড়ীতে প্রবাসীর জমি জবর দখল সহ অবরুদ্ধ করার চেষ্টা
তৌকির আহাম্মেদ হাসু ,(জামালপুর):
জামালপুরের সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারের জমি জবর দখল সহ অবরুদ্ধ করার চেষ্টার অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুর রশীদ মাষ্টার তিন ছেলের মধ্যে বড় রফিকুজ্জামান রফিক মেঝ প্রতিবন্ধী শফিকুজ্জামান শফিক ৩য় আসাদুজ্জামান আসাদ সহ ৪ মেয়ে রেখে মারা যান। মৃত রশীদ মাষ্টারের বড় ছেলে রফিকুজ্জামান রফিক ও ছোট ছেলে আসাদুজ্জামান আসাদ জীবন জীবিকার জন্য অষ্টেলিয়ায় কর্মরত আছেন।প্রবাসীদের বাড়ীতে রশীদ মাষ্টারের স্ত্রী সুফিয়া বেওয়া(৮০)ও মেঝ ছেলে প্রতিবন্ধী শফিকুজ্জামান শফিকের স্ত্রী বিউটি বেগম ছেলে তামীম বারী শাহেদ,তানজীল,কণ্যা শায়লা ইসলাম কে নিয়ে বাড়ীতে বসবাস করছেন।এ সুযোগে প্রবাসী পরিবারের ৬ শতাংশ ভূমির ফলজ ও বনজ বৃক্ষের বাগান জবর করে নিয়েছে একই গ্রামের মৃত মারফত আলী মন্ডলের ছেলে ছফর আলী, শরীফ আহম্মেদ (ধুল্ল্যাগেদা)।
পরবতীতে একই দলাভুক্ত একই গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে হারুন অর রশীদ। প্রবাসীর ভাই প্রতিবন্ধী শফিকুজ্জামান শফিক তার বৃদ্ধা মা সুফিয়া বেওয়া কে নিয়ে নিজ বসত বাড়ীতে বসবাস করছেন। গত বুধবার হারুন অর রশীদ তার বোন শেফালী বেগম,ভাগীনা রিপন মিয়া,শিপন মিয়া,ও শরীফ আহম্মেদ (ধুল্ল্যা গেদা)সহ মাদক ব্যাবসায়ী চক্রের মনগড়া সিদ্ধান্তে প্রবাসী পরিবারের বাড়ীতে চলাচলের রাস্তা বন্ধ করে ঘরের ভিটা ও খুটি স্থাপন করে তাদেরকে অবরুদ্ধ করে।ভুমি জবর দখলকারী পোগলদিঘা ইউানয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে হারুন অর রশীদ মাদক ব্যাবসার সাথে জডিত। সে মাদক কারবারী চক্রের জনৈক এক প্রভাবশালীর ইন্ধনে তার অনুসারীদের সাথে নিয়ে এ জবর দখল সহ অবরুদ্ধ করার চেষ্টা চালায়।প্রবাসী পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করার মত লোকজন না থাকায় প্রবাসীর মা সুফিয়া বেগম ও প্রতিবন্ধী শফিকুজ্জামান শফিকের স্ত্রী বিউটি বেগমকে সরাসরি ও লোক মারফত এবং মোবাইল ফোনের মাধ্যমে বাড়ী ছাড়ার হুমকি সহ খুন জখমের হুমকি প্রদান করায় হতাশাগ্রস্থ সহ নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারটি।
উল্লেখ প্রবাসীর বাড়ীতে কোন আত্নীয় স্বজন গেলে তাদেরকে উদ্দেশ্য হারুনের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাদের কে মারপিট মুখি হয় বলে ভুক্তভোগীরা জানান।অভিযুক্ত হারুন অর রশীদ এর নিকট মোবাইল ফোন করে জানতে চাইলে তিনি রিসিভ না করে তার ভাগিনা রিপন মিয়া কে দিয়ে ফোন রিসিভ করিয়ে জানান,আমার মামার পৈতৃক জমিতে ঘর উত্তোলনের জন্য ভিটা ও খুটি স্থাপন করছেন এমন মুহুর্তে ঘর তুলতে বাধা দিয়ে থানায় অভিযোগ দিয়ে পুলিশ এনেছিলো।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামস উদ্দিন জানান,হারুনের ঘর উত্তোলন করার বিষয়ে আমার কোন কিছু করার এখতিয়ার নেই অন্য কেউ বিষয়টি দেখছেন।সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান,এ ঘটনার খবর পেয়ে থানার এস আই সাইফুল ইসলাম কে পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।