সরিষাবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্নসাতের অভিযোগ
তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার প্রান কেন্দ্রে অবস্থিত সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর বিরুদ্ধে ভুয়া ভাউচারের মাধ্যেমে প্রায় কোটি টাকা আত্নসাতের অভিযোগ আনয়ন করেছেন অভ্যন্তরীণ অডিট কমিটি। এ ঘটনায় প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর স্থলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান সামাদ কে ১১ এপ্রিল থেকে বিদ্যালয়ের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকান্ড সুষ্ঠভাবে পরিচালনার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করে ১০ এপ্রিল বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা একটি পত্র জারী করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও অভ্যন্তরীণ অডিট কমিটি সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত চার সদস্য বিশিষ্ট অভ্যন্তরীণ অডিট কমিটি তদন্ত কার্য সম্পাদন করা হয়।গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর বিরুদ্ধে বিগত ২০১৫-২০১৬,২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থ বৎসরে ৫৮ লাখ ১৪ হাজার ১২ টাকা ০১ পয়সা অনিয়ম,ভূয়া ভাউচার,শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত অর্থ আত্নসাতের প্রমান পান তদন্ত কমিটি।
প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর বিরুদ্ধে অভ্যন্তরীণ অডিট কমিটির তদন্ত প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী গত তিন অর্থ বছরে তিনি ৫৮ লাখ ১৪হাজার ১২টাকা ০১ পয়সা আত্নসাতের বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা স্বাক্ষরিত ১০দিনের সময় সীমা বেধে দিয়ে পর্যালোচনাসহ ব্যাখ্যা প্রদানের নোটিস জারী করেন। জারীকৃত নোটিশের প্রেক্ষিতে প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন পর্যালোচনাসহ সহ ব্যাখ্যার জবাব না দিয়ে লিখিত ভাবে আরও ১০দিন সময়ের জন্য আবেদন করলে সভাপতি তাকে আরোও ১০দিনের সময় বৃদ্ধির আবেদনটি মন্জুর করেন।
পরবর্তীতে গত ৯ এপ্রিল ম্যানেজিং কমিটির সভায় প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর দাখিলকৃত নোটিশের জবাব সন্তোষ জনক ও বিধি সম্মত না হওয়ায় সভায় সর্ব সম্মতিক্রমে ৯ এপ্রিল থেকে প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনকে অডিট রিপোর্ট পুনরায় যথাযথ ভাবে পর্যালোচনাসহ ব্যাখ্যা মূলক প্রতিবেদন তৈরীর সুবির্ধাতে তাকে আগামী ৩০ এপ্রিল তারিখ পর্যন্ত ছুটি প্রদান করে পরিচালনা কমিটির সভাপতি স্বাক্ষরিত ১০ এপ্রিল তারিখে একটি পত্রও জারী করা হয়েছে প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন ২০১৫ সালের ১ লা জুন সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ।
তিনি বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্নসাত ,অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের সাথে অসদাচরন অব্যাহত রেখেছেন। এ ছাড়াও এন টি আর সি কর্তৃক নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা) নিভা রাণী পাল এর নিকট থেকে এমপিও করা বাবদ ১লক্ষ ত্রিশ হাজার টাকা বাগিয়ে নেন।নিভা রাণী পাল এর নিকট টাকা না থাকার কারণে বিদ্যালয়ের অভ্যন্তরীণ কল্যাণ ট্রাস্ট থেকে ধার নিয়ে প্রধান শিক্ষককে দেন যা নিভা রাণী পাল প্রতি মাসে বেতন থেকে পরিশোধ করছেন। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অন্যান্য ব্যক্তির স্বাক্ষর জাল-জালিয়াতির প্রমাণ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন সরিষাবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও প্রথম আলো বন্ধু সভা সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতির পদে দায়িত্বে রয়েছেন।