সারাদেশ

সরিষাবাড়ীতে পৌর সভা’র উদ্যেগে লিফলেট বিতরন হাত ধুয়ে পৌর সভার কার্যালয়ে প্রবেশ


তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর):

প্রতিনিধিঃ“করোনা নিয়ে আতঙ্কিত নয়,সচেতন থাকুন”প্রধানমন্ত্রী  শেখ হাসিনা’র শ্লোগান সম্বলিত জামালপুরের সরিষাবাড়ীতে সরিষাবাড়ী পৌর সভায় উদ্যেগে রোববার দুপুরে লিফলেট বিতরন করোনা ভাইরাস সচেতনতায় পৌর সভার কার্যালয়ে প্রবেশ মুখে রাখা হয়েছে হাত জীবানু মুক্ত রাখতে হেক্রাসল,ও  হাচি-কাশিতে ব্যাবহারের জন্য রাখা হয়েছে টিস্যূ। ওই সব পন্য  পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন  বিভিন্ন সেবা নিতে আগত  পৌর সভার নাগরিকদের  হাতে তুলে দিচ্ছেন। 
এ ব্যাপারে  সরিষাবাড়ী পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রুকুনুজ্জামান রোকন বলেন বিভিন্ন সেবার জন্য আসা পৌর  সভার নাগরিক গনকে হাত জীবানু মুক্ত ও পরিবেশ মুক্ত রাখতে এ উদ্দ্যোগ নেয়া হয়েছে। এ ধরনের উদ্দ্যোগ যেন নাগরিকগনকে অভ্যাসে পরিনত হতে পারে এ আশা রাখছি।