সরিষাবাড়ীতে জাফরশাহী রেলওয়ে স্টেশন ও প্লাটফর্ম এর শুভ উদ্বোধন
তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ীতে আজ শনিবার দুপুরে ভাটারা সমিতি ঢাকার ঐকান্তিক প্রচেষ্টা এবং বাংলাদেশ রেলওয়ের সার্বিক সহযোগিতায় জাফরশাহী রেল স্টেশন (ভাটারা রেল স্টেশন) ও প্ল্যাটফর্ম এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভাটারা সমিতি ঢাকা এর সভাপতি ও দুদকের উপ-পরিচালক জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান আলহাজ্ব আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ কামরুল আহসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রেলের উন্নয়ন হয়েছে। তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ রেলওয়ে মৃতপ্রায় অবস্থা থেকে আজকে উন্নত ও আধুনিক হয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে তারাকান্দি- সরিষাবাড়ী- জামালপুর হয়ে ময়মনসিংহ পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মান করা হবে। এছাড়া এলাকার মানুষদের প্রাণের দাবী জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানটি ভাটারা সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম,ভাটারা সমিতি ঢাকা এর সহ-সভাপতি রবিউল আলম ফিরোজ, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম লিটু,পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক,যুবলীগ নেতা ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।