সারাদেশ

সরিষাবাড়ীতে ছেলে ধরা সন্দেহে দুই নারীকে পুলিশে সোর্পদ করেছে জনতা

তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ

জামালপুরের সরিষাবাড়ীর পৌর সভার ছেলে ধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন দুই নারীকে পুলিশে সোর্পদ করেছে জনতা। শুক্রবার ২৬ জুলাই রাত ৮ টায় বাউসী বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে ,সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকায় বাউসি বাজারে সন্ধা থেকে দুই নারী এদিক সেদিক ঘুরাঘুরি করতে ছিল। এ সময় স্থানীয় লোকজনের মাঝে ছেলেধরা সন্দেহ হলে দুই নারীকে জনতা আটক করে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।ওই দুই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এ এস আই আশরাফুল ইসলাম জানান ,মানসিক ভারসাম্যহীন দুই নারীকে ছেলে ধরা সন্দেহে বাউসি বাজারের লোকজন আটক করে পুলিশ কে খবর দেয় । পরে আমরা গিয়ে থানায় নিয়ে আসি।পরে তাকে  শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ওই নারীরা নিজের নাম ঠিকানা বলতে পারেনা। এ নিয়ে ৩ জন কে আদালতে পাঠানো হলো।