সরকার মাদক ও দূর্নীতি মুক্ত দেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ -এমপি হাবিবে মিল্লাত মুন্না ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, বার্ষিক সাধারন সভা শনিবার (২ ফেব্রয়ারী-২০১৯) দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, সুন্দর সোনার বাংলাদেশ গড়তে সরকার মাদক ও দূর্নীতিমুক্ত, জঙ্গি-সন্ত্রাস মুক্ত গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। আরো বলেন, ঔষধের মান নিয়ন্ত্রণ করার চেস্টা সরকারের রয়েছে, লাইন্সেন বিহীন দোকান , ভেজাল ঔষধ দোকানে থাকবেনা, ডাক্তারের প্রেসক্রিপসন ছাড়া ঔষধ বিক্রয় করা যাবে না নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় করবেন ,আপনারা কেউ যেন সমিতির নামে চাঁদাবাজি করেন না, কেউ চাঁদাবাজি করতে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে। আপনারা স্বাধীনভাবে ব্যবসা করবেন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কে,এম হোসেন আলী হাসান তিনি বলেছেন, সিরাজগঞ্জের জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি দ্রুুত ভেঙ্গে দিয়ে আরো নতুন সদস্য সংগ্রহ করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ টি,এম সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দীন, জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ আহ্সান উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন, সমিতির জেলার ও উপজেলার নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি জেলা শাখার সভাপতি মোঃ সাফী ভূইয়া।