সিরাজগঞ্জ

সরকারী রাশিদাজ্জোহা মহিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আজিজুর রহমান মুন্না॥ স

রকারী রাশিদাজ্জোহা মহিলা কলেজ সিরাজগঞ্জের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিলো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন, আলোচন সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাক্কার হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী। সভায় সভাপতিত্ব করেন, মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক এইচ. এম ইদ্রিস।

সঞ্চালনায় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনিরা আক্তার। উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক পরিষদের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতা ও সংগীত পরিবেশন করা হয়। প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে বাদ যোহর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল করা হয়।