সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ সিরাজগঞ্জের আয়োজনে, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার সন্ধ্যায় ইফতার পূর্বে আলোচনাসভার সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান। অতিথি হিসাবে আলোচনা করেন, সাবেক অধ্যক্ষ জেসমিন আখতার, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাককার হোসেন চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক এইচ, এম ইদ্রিস , রাষ্ট বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাঃ শামীম আরা, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল, ইসলামিয়া সরকারী কলেজে অধ্যক্ষ এস.আই এম এ রাজ্জাক, সোনালীব্যাংক সিরাজগঞ্জের এজি এম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অন্যান্য অধ্যাপক, প্রভাষক, শিক্ষকক, কর্মকর্তা সহ শিক্ষার্থীদের একাংশ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন, ইসলামিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান ইউসূফী। পরে ইফতার করা হয়।