সয়দাবাদ উঃ বিঃ এর সহকারী প্রধান শিক্ষকের কোচিং বাণিজ্য চলছেই!
শুভ কুমার ঘোষ, বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিপন মিয়ার কোচিং বানিজ্য চলছে আগের মতই। সরকারী বেসরকারী স্কুল ও কলেজের কোন শিক্ষক কোচিং করতে পারবেন না। কোচিং বাণিজ্য বন্ধে সরকারের ২০১২ সালের নীতিমালা অনুসারে দেশের সরকারী কিংবা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং করাতে পারবেন না বলে গত ০৭ ফেব্রুয়ারী ২০১৯ ইং তারিখে হাই কোর্টের এমন নির্দেশনা ও সরকারের নীতিমালা কে উপেক্ষা করে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিপন মিয়া শহরের দরগা রোডে বাসাবাড়ি ভাড়া নিয়ে স্কুলের কায়দায় করছেন কোচিং বাণিজ্য। গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় শহরের দরগা রোডস্থ একটি ভবনের নিচ তলার একটি কক্ষে সকাল ও বিকেল মিলে ২৫ থেকে ৩০জন শিক্ষার্থীর ব্যাচ করে ৪টি ব্যাচে কোচিং দিচ্ছেন। এসময় তিনি সাংবাদিক কে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ তালুকদার এর গত ১১ ফেব্রুয়ারী ২০১৯ ইং তারিখে দেওয়া প্রত্যায়ন পত্র নিয়ে তিনি কোচিং করাচ্ছেন। তবে প্রত্যায়ন পত্রে কতজন শিক্ষার্থী ও কত টাকা হিসেবে নিতে পারবেন সে বিষয় প্রত্যায়ন পত্রে উল্লেখ নাই। এ বিষয়ে প্রধান শিক্ষক হারুনর রশীদ তালুকদার মুঠো ফোনে এ প্রতিবেদক কে বলেন আমি সীমিত আকারে নিজ প্রতিষ্ঠানের বাইরের শিক্ষার্থীকে পড়ানোর অনুমোতি দিয়েছি। ১শ জন শিক্ষার্থীকে পড়ানোর অনুমোতি দেই নাই।