সিরাজগঞ্জ

সয়দাবাদ ইউ‌নিয়‌ন আওয়ামীলীগের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন  । 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউ‌নিয়‌ন আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । 

 শুক্রবার দিনব্যাপী  ১০ নং সয়দাবাদ ইউ‌নিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  করে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে বিকেল ৩টায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি সয়দাবাদ ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউসুফ মোল্লা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দু’বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম এর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ(২) সদর ও কামারখন্দ  আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি । ‌

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন , জেলা পরিষদের সদস্য সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক,  সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা। 

এসময় সয়দাবাদ ইউনিয়ন আঃলীগের সহ-সভাপতি ইউসুফ আলী, শামসুল আলম, খোরশেদ আলম খলিল, যুগ্ন-সম্পাদক রাশিদুল হাসান রাশেদ, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম, মাসুদ রানা, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ, সাবেক ইউনিয়ন আঃলীগের সভাপতি সাইদুল ইসলাম  রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান সৌপ্তিক আহমেদ মিঠু, জেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক সোহাগ হোসেন পথিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন, সাবেক সভাপতি নওফেল আহমেদ,  ইউনিয়ন যুবলীগের সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক মোঃ রুবেল খান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফুয়ারা বেগম, সাধারণ সম্পাদক রিতা তালুকদার ইউনিয়ন আঃলীগের ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।