সয়দাবাদে বিএনপি-জামাতের সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
রাজগঞ্জের ১০ নং সয়দাবাদে বিএনপি-জামাতের সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার কড্ডা মোড়ে উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় আর বিএনপি-জামাত নৈরাজ্য, সন্ত্রাস, জ্বালাও পোড়াও করে চোরাগোপ্তা হামলা করে জ্বালাও পোড়াও য়ের রাজনীতি করে। আজকে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা কালিয়া হরিপুর ইউনিয়নের তথাকথিত পদচারণার নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে এবং তাদের ১২ টি মোটরসাইকেল পুড়িয়েছে। যারা মোটরসাইকেল পুড়িয়ে ধ্বংস করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বানু রুমা,সাধারণ সম্পাদক শিউলী, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আরেফিন মায়া প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সয়দাবাদ ইউনিয়ন আঃলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ মন্ডল এবং সঞ্চালনা করেন, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।
এ সময়ে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলামিন তালুকদার, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন আঃলীগের সহ-সভাপতি ইউসুফ আলী মোল্লা, শামসুল হক শিকদার, আলহাজ্ব মোঃ মাসুদ রানা, খলিলুর রহমান, যুগ্ন-সম্পাদক মোঃ রাশিদুল হাসান রাসেদ , সাংগঠনিক সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ,প্রচার সম্পাদক মজনু মিয়া, সহ প্রচার সম্পাদক আব্দুল মালেক, সাবেক সভাপতি মোঃ সাইদুল ইসলাম রাজা, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সপ্তিক আহমেদ মিঠু, সাবেক সভাপতি মোঃ সাইদুল ইসলাম রাজা, জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সোহাগ হাসান পথিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসাইন, সাবেক সভাপতি নওফেল আহমেদ,
মহিলা আওয়ামী লীগের সভাপতি ফুয়ারা খাতুন, রিক্তা পারভীন সহ ইউনিয়ন আঃলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।