সয়দাবাদে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে ডিবি
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারুটিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। সোমবার (২৭ মে-২০১৯) রাতে সারুটিয়া মাদ্রাসা মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন- বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে জাকারিয়া মোল্লা জাক্কু (৪০) ও একই উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত জুয়েল রানার ছেলে রাশেদুল ইসলাম সেতু (২৫)। মঙ্গলবার (২৮ মে ২০১৯) দুপুরের দিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সারুটিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গুলি ও শাটারগানসহ ওই দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকারিয়া জাক্কুর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও বিস্ফোরক আইনে সাতটি ও রাশেদুল ইসলাম সেতুর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।