সবুজ কানন স্কুল এন্ড কলেজ নানা আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান পালন করেছে
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপিত হয়। “আজ থেকে আরেকটি নতুন বছরের পরিক্রমা শুরু হলো বাঙালির নিজস্ব বর্ষপঞ্জিতে। বাংলাভাষীর জীবনে এলো এক অমলিন আনন্দের দিন। সকল বাঙালি প্রাণ জেগে উঠেছে নতুন সূর্যের আলোয়।”এর ধারাবাহিকতায় সিরাজগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ সবুুুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে সকালে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা দেশীয় লাল-সাদা পোশাকে সেজে নানা উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য অধ্যক্ষ শাহনাজ মাহফুজা পারভীন, সহকারী প্রধান শিক্ষক মাসুদ আলম, সহকারী শিক্ষন সুলতান নাজনীন আফরোজ, রওশনআরা, এস,এম এনামুল কবির, আসাদুল ইসলাম, কাউছারউল ইসলাম, এস.এম নুরনবী, ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক নুরে আলম হিরাসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে মঙ্গলশোভাযাত্রাকে সাফল্যমন্ডিত করেছেন। মঙ্গলশোভাযাত্রা শেষে শিক্ষার্থীদের তৈরী করা দেশীয় পিঠা-পুলি পরিবেশনায় এক আকর্ষণীয় নানা ব্যঞ্জনীয় মধ্য দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থী, শিক্ষকেরা সংগীত নৃত্য, কবিতা, আবৃত্তি করে থাকে।