সবুজ কানন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক দিবস পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের সুনামধন্য বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পরিস্কারপরিচ্ছন্ন কার্যক্রম, অভিভাবক দিবস, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

স্কুল প্রাঙ্গনে বৃহস্পতিবার (৩১জানুয়ারি’১৯) দিনব্যাপী অনুষ্ঠানে, সকালে কোরআনতেলাওয়াত,গীতাপাঠ, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, প্রতিযোগিদের কুচ কাওয়াজ, মশালপরিভ্রমন, পরিস্কার- পরিচ্ছন্ন কার্যক্রম করা, পুরস্কার বিতরণ ও দুপুরে অভিভাবক দিবসে আলোচনাসভা বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। সভাপতিত্ব করেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা। স্বাগত বক্তব্য রাখেন, অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহনাজ মাহফুজা পরাভীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক সালমা বেগম, প্রভাতী শাখার সহকারি প্রধান শিক্ষক মাসুদ আলম, ম্যানেজিং কমিটির সদস্য মিলন ইসলাম খান, আব্দুল খালেক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, অত্রশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নূরে আলম হীরা,সঞ্জীব কুমার কর্মকার । অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ প্রায় হাজার মানুষের উপস্হিতি ঘটে।