সন্ধ্যার পর কাজিপুরের সকল টি স্টল বন্ধ থাকবে – ইউএনও
মোহাম্মদ আশরাফুল, কাজিপুর (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের কাজিপুরে সোমবার (২৩ মার্চ) দুপুরে দূর্যোগে প্রস্তুতি ও করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ হলরুমে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। তিনি জানান, সন্ধ্যার পরে কোন টি স্টল খোলা রাখা যাবে না।
এছাড়া বিপণী বিতানগুলোতে একসাথে ভিড় না করতে নির্দেশনা দেন তিনি।সভায় এ সময় আরো বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি শওকত হোসেন, কাজিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমূূখ। অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয় করোনা প্রতিরোধে করনীয় বিষয়ে দিক নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন।