সন্ত্রাসীদে’র লালসার শিকার জাহিদ,ইউসুফ ২ভাইয়ের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামের আওয়ামী লীগের আকন্দ পরিবারের
দুই ভাই জাহিদুল ইসলাম ও ইউসুফ আলীকে ২০১৮ সালে যোগদানকারী
আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
জামালপুরের সরিষাবাড়ীতে যোগদানকারী আওয়ামী লীগে’র
সন্ত্রাসীদের লালসার শিকার মরহুম জাহিদুল ইসলাম ও ইউসুফ আলী’র
স্মরণে ১ম স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার দুপুরে নরপাড়া
আকন্দবাড়ীতে নিহতের পরিবারদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে নিহত জাহিদুল ইসলামের পিতা ৭
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম আকন্দে’র সভাপতিত্বে
স্মরণ সভা পরিচালনা করেন ছাত্রলীগ নেতা শামছুর রহমান শমেস।
এতে প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ
হাসান বলেন,বহিরাগত দলে ভেড়া নবাগত আওয়ামী লীগের লোকেরা দলের
নামে সন্ত্রাসী কর্মকান্ডে জডিত রয়েছে। তারা যাতে মাথা উচু করে
দাড়াতে না পারে তার জন্য সব ধরনের ব্যাবস্থা গ্রহন করা হবে।যাতে
সন্তান হারানোর বেদনায় মা-বাবা পরিবার পরিজন-স্বজনরা আর কাঁদবে
না বলে তার বক্তব্য উল্লেখ করেন।
আরও বক্তব্য রাখেন পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার
মোতাহার হোসেন,পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের যূগ্ম সাধারণ
সম্পাদক ঈসা আলম,পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর
রহমান,সাধারন সম্পাদক সেলিম আল মামুন,যুবলীগের সদস্য
হাবিবুল্লাহ হাবিউল প্রমুখ।অনান্যদের মধ্যে বীর প্রতিক আব্দুল
হাকিম,পিংনা সুজাত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুল
ইসলাম,উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক সাইদুল হাসান
বাচ্চু,পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মানু,যুবলীগ নেতা
সাখাওয়াত হোসেন মুকুল সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-
কর্মী এবং এলাকাবাসী উপস্তিত ছিলেন।