উল্লাপাড়া

সন্তানের ঘরে ঠাই না হলেও ভরণপোষণের দায়িত্ব নিলেন এমপি তানভীর ইমাম

 

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড় থেকেঃ

 

এক সময়ের মাঠ কাপানো আওয়ামী লীগ নেত্রী মোরশেদা খানম পিংকুল(৬০) এর নিজ সন্তানের ঘরে ঠাই না হলেও ভরণপোষণের দায়িত্ব নিলেন সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম । সে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জাজুরিয়া গ্রামে তার বাড়ি । তার সন্তান ঠিকাদারি ব্যবসায় প্রতিষ্ঠিত হলেও মা এর খোজ খবর রাখেনা । সে মানবেতর জীবনযাপন করছে ।
সাবেক ওই আওয়ামীলীগ নেত্রী মোরশেদা খানম পিংকুল (৬০) দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে অন্যর বাড়িতে ঝুঁপড়ি ঘরে মানবেতর জীবন যাপন করছে । খেয়ে না খেয়ে কাটছিল তার দিন। ঠিকাদার সন্তানের ঘরে ঠাই হয়নি এই অসহায় মায়ের। নানা রোগে অসুস্থ মায়ের সাথে তার সন্তান কোনভাবেই যোগাযোগ রাখেনা । এই অসহায় মায়ের মানবেতন জীবন যাপনের সংবাদ শুনে তার প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে চৌহালী থেকে সেই মাকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমপি তানভীর ইমাম এর নিজ বাস ভবনে নিয়ে আসা হয়। এ সময় এমপি তানভীর ইমাম অসহায় মায়ের সার্বিক খোঁজ খবর নেন। তার হাতে নগদ টাকা,শীতবস্ত্র,ফলমুল ও পড়নের কাপড় তুলে দেন। সংসদ সদস্য তার শারিরীক চিকিৎসার দায়ভার নেন। আজীবন তাকে প্রতিমাসে জীবন ধারনের জন্য আর্থিক সহযোগীতার প্রতিশ্রুতি দেন । তাঁর এমন মানবিক সহায়তা পেয়ে তাঁকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠেন অসহায় ওই মা। এমপি তানভীর ইমাম অসহায় ওই মাকে আশস্ত্র করে বলেন তার সন্তান দায়িত্ব না নিলেনও তিনি আরেক সন্তান হয়ে সব সময় তার পাশে থাকার আশ্বাস দেন।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লসপাড়া, সিরাজগঞ্জ

২৩/০১/২০২২