সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন -তথ্য প্রতিমন্ত্রী
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে’র প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান বলেছেন,আপনারা যারা সাংবাদিকতার পেশার সাথে জড়িত রয়েছেন তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন।তিনি আরও বলেন,অপানাদের পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবেন। জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার দুপুরে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দৌলতপুরের গ্রামের বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্যদান কালে এ সব কথা বলেছেন।
মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন-স্থানীয় দৈনিক নবতান ও দ্য ডেইলী ডাইক পত্রিকার সম্পাদক মোফাজ্জল হোসেন,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সহ সভাপতি দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি এম এ রউফ,সাধারন সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন,যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু, সদস্য দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর,সমকাল প্রতিনিধি-সোলায়মান হোসেন হরেক,দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এএস এম ইব্রাহীম হোসাইন লেবু প্রমুখ সহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।