শোক দিবস উপলক্ষে দেশীগ্রাম-গুড়পিপুল ইউনিয়ন পরিষদের মিলাদ মাহফিল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে দেশীগ্রাম-গুড়পিপুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের হল রুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল খালেক, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগাঠনিক সম্পাদক বাবু লাল রজত, যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রলীগ সভপাতি মুনিরুল ইসলাম প্রমূখ।