শোক দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনাসভা ও বৃক্ষররোপন কর্মসূচী পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কৃষকলীগের আয়োজনে, আলোচনাসভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার ( ২ আগস্ট) সকাল১০টায় সিরাজগঞ্জ শহরের পৌরভাসানী মিলনায়তনে, জাতীয় শোকদিবস উপলক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক বৃক্ষের চারা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছে।
অনুুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বৃক্ষেরচারা বিতরণ করেন, সদর-কামারখন্দ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষক লীগ সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি খন্দকার রাফী উদ্দীন আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, জেলা আওয়ামীলীগেরর সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, এ্যাডঃ বিমল কুমার দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, পৌর প্যানেল মেয়র রোমানা রেশমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস,এম মনিরুজ্জামান।