“শেষের কবিতা” লেখক:কামরুননাহার বর্ষা
“শেষের কবিতা”
লেখক:কামরুননাহার বর্ষা
হয়তো চলে যাবো
নীল দরিয়ার তরে ,
সাত সাগরও পাড়ি দিয়ে,
খুজে পাবে নাকো আমারে।।
জীবন বির্সন্নতায় অস্থির মন,
শুধু আতঙ্ক থেকে যায়
আমার মৃত্যুর খবর।।
নিরব মন আমার
যন্তনার শিখা লড়ে,
তীব্র জলান্ত আমি আজ,
মনে হয় মৃত্যুর দুয়ার লয়ে।।
চলে যাবো হায় চলে যাবো,
রেখো না মনোলয়ে দ্বিধার তবো সংশয়,
ঠাই দিওনাকো ভারি সেই পাপের দন্ডয়।
সইতে পারিবো নাকো
শিকড় ধাপটের লড়ায়
চলেতো যাবোই নিঃস্বঙ্গ
করিছি নাকো বড়াই ।