শেখ হাসিনার বিকল্প নেই আওয়ামীলীগে – মোহাম্মদ নাসিম
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন- পঁচাত্তর পরবর্তীতে আওয়ামীলীগের কঠিন দুঃসময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দলের দায়িত্ব নিয়ে আবারো দলকে শক্তিশালী কাঠামোতে দাঁড় করিয়েছেন। দলকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ম বার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। একটানা তৃতীয়বারসহ চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। কোটি কোটি মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। দেশে এবং বিদেশে বিরল সম্মান অর্জন করেছেন। দলের কর্মীরা বিশ্বাস করেন, জাতির জনক বঙ্গবন্ধুর পর আওয়ামীলীগে শেখ হাসিনার কোন বিকল্প নেই। প্রতিমুহুর্তে মৃত্যু ঝুঁকি নিয়েও তিনি সাহসিকতার সাথে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে মোহাম্মদ নাসিম তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে চলমান রাজনীতি নিয়ে মত বিনিময়কালে এসব কথা বলেন।মতবিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন।
এসময় উপস্হিত ছিলেন, কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, কাজিপুর পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ। মোহাম্মদ নাসিম আরো বলেন, কোন চক্রান্ত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। সকল অপশক্তিকে পরাজিত করে আওয়ামীলীগ এঁগিয়ে যাবে। কিন্তু আওয়ামীলীগের সকল স্তরের নেতা কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ও দলের নীতি থেকে বিচ্যুত হওয়া যাবে না। জনগণ যেন নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে সে জন্য দলের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।