শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এগিয়ে যাচ্ছে- মোহাম্মদ নাসিম
স্টাফ রিপোর্টার ঃ
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এগিয়ে যাচ্ছে, অন্ধকারের দিন শেষ, কেউ আর অন্ধকারের দিকে যাবে না। পবিত্র ঈদ উল আযহা উদযাপনে তিনি তাঁর নির্বাচনী এলাকা কাজিপুরে ঈদের দিন এবং পরের দিন দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আরো বলেছেন- এবারের ঈদ সকলেই স্বস্তিতে পালন করেছে। দেশের সর্বত্রই উদসব মুখর ও একটি শান্তিময় পরিবেশের মধ্য দিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ উদযাপিত হয়েছে।
তবে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সড়ক ও রেলপথে যাত্রায় ভোগান্তি সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরই সড়ক ও রেলপথে অনাকাঙ্খিত এ ভোগান্তির কথা মাথায় রেখে আগামী দিনে তা দূর করার ব্যবস্থা নিতে তিনি সংশ্লিস্ট মন্ত্রনালয়ের প্রতি আহবান জানান।
এছাড়াও মঙ্গলবার বিকেলে সরকারের সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ জেলা শহরে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের দেখতে যান। তিনি সেখানে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন- এ রোগ এখন নিযন্ত্রনের মধ্যে রয়েছে। তবে ডেঙ্গু এ দেশের মানুষকে অনেক সচেতন করেছে। ভবিষ্যতে স্থানীয় সরকার ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগ নিয়ে এডিস মশা নির্মুলে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সিভির সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম,হাসপাতালের তত্বাবধায়ক রমেশ চন্দ্র সাহা, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো প্রমুখ উপস্থিত ছিলেন।