শুকনো চলনবিল পাড়ি
আব্দুল কুদ্দুস তালুকদার-
সিরাজগঞ্জ- পাবনা- নাটোর তিন জেলা নিয়ে বাংলাদেশ তথা এশিয়ার বড় বিল যার নাম চলনবিল। যদিও নওগাঁর আত্রাই – রাণীনগর অবধি এর বিস্তার। বর্ষায় এই বিল সমূদ্রের আকার নেয়। যতদুর চোখ যায় শুধুই জলরাশি। তার এক রূপ। উথাল পাথাল ঢেউ দেখে প্রান ব্যাকুল হয়, বিশেষ করে যখন বাতাশ বয় প্রবল বেগে যেমন- নিম্ন চাপের দিনগুলোয়। বিলের জল প্রবাহমান বা সব সময় চলন্ত এজন্য নাম চলনবিল। যদিও বিল মানেই আমাদের চোখে ভাসে আবদ্ধ জলাশয় বা নীচু এলাকা যেখানে জল জমে বরষায়, সারা বছর থাকে। কিন্ত চলন বিলের জল যেসব খাল দিয়ে ঐ অঞ্চলে প্রবেশ করে সেই সব নালা বা খাড়ি দিয়ে চলে যায় বর্ষা শেষে।
এই বিলে পানি আসে প্রধানত আত্রাই বা বড়ালের মাধ্যমে । এছাড়া ভাদাই বা ভদ্রা নদী দিয়েও আসে। নন্দকুঁজো দিয়েও আসতো প্রধান অংশ কিন্ত রাজশাহীর চারঘাটে স্লুইচ গেট দেবার কারনে পদ্মার পানি আসতে পারে না সরাসরি।শুকনো মৌসুমে এখন সরিষার ক্ষেত ফুলে ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া, মাঝে মাঝে মৌ চাষীরা মৌমাছির খাঁচা সাজিয়ে রেখেছে, মধু ভরে পাশে কন্টেইনার গুলো রাখা। কোথাও বা ধান পেকে সোনালী বর্ণ ধারন করেছে, কাটছে কৃষক। খাড়ী বা বিলবাসীর ভাষায় গাংয়ের ধার দিয়ে ভূট্টার ক্ষেত। আমি প্রথম ১৯৭২ সনে মামার বিয়েতে বিলে যাই শুকনা মৌসুমে পাল্কী চড়ে তার সহযাত্রী হয়ে প্রাইমারী স্কুলে পড়াকালে। জীবনে একবারই পাল্কীতে চড়ার সুযোগ পাই সেদিন। গিয়েছিলাম তাড়াশের সগুনা ইউপির কুন্দইল গাঁয়, দীঘির দক্ষিন পাড়ে খোন্দকার বাড়ী। বর্তমান চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান জাকিরের বড় বোন রৌফা খাতুন ছিল কনে।
তখন দেখেছি পুরা বিল এলাকা পতিত। আমন কেটে নিয়ে গেছে চাষীরা, নাড়া বা ধান গাছের গোড়া পড়ে আছে। মাঝে মাঝে ওর ফাঁক দিয়ে বাঁটই নামক পাখীর ঝাঁক উড়ে যাচ্ছে দল বেঁধে। পাখীর গড়ন কিছুটা চড়ুই এর সাইজ বা তার চেয়ে একটু ছোট । জাল ফেলে শিকারীরা ধরতো ঝাঁক। বাজারে বিক্রয় করতো। খুব স্বাদের মাংস। এখন আর চোখে পড়ে না। কিন্ত আশির দশকের শেষ ভাগে দেশে বোরো ধানের আবাদ শুরু হলে ভূগর্ভস্থ জল ডিপ বা শ্যালো মেশিনে তুলে ক্ষেতে দিলে বিলের চেহারা গেল পাল্টে। চারদিকে ধানের আবাদ, সবুজ আর সবুজ ফাল্গুন চৈত্র মাসে। এরপর পাকলে অন্য রূপ। আমি বর্ষায় বিলের রূপ ঐ সময় থেকেই দেখেছি। ১৯৭৩ সনে কুন্দইল থেকে বর্ষায় বিল পার হয়ে বেড়াবাড়ীর পাশ দিয়ে ডিংগি নৌকায় করে চাদরের ছোট পাল তুলে মাল্লা- মামা সহ তিন জন সিংড়ার কলম গাঁয়ে যাই। মাঝে মাঝে শুশুক ভেসে উঠছিল মূল গাংয়ে যখন নাও। এছাড়া কলম গাঁয়ের অাত্রাই নদীতেও এমন দৃশ্য দেখি।
নৌকায় মামার নতুন কেনা ফোর ব্যান্ডের রেডিও বাজছিল। পথের রুট মনে নেই খুব কম বয়স ছিল বলে, তবে খালের মত জলপথ বেয়ে যাই, গাঁয়ের নাম কলম। কলম বিশাল গাঁও তা মনে আছে। লোকে বলতো, গাঁও দেখবে তো যাও কলম, শিব দেখবে যাও তালম। এখনও তালমের শিবের ভিটে দেখলে সীতাকুন্ডের পাহাড়ের কথা হৃদয়পটে ভাসে। পাশে বহু বাবলা গাছ ছিল তা মনে আছে কারন, বাবলা গাছের গুঁড়ি থেকে গরু- মহিষের গাড়ীর চাকা হতো আর ঐ গাড়ীই ছিল মায়ের সাথে মামা বাড়ী যাবার বাহন আমার। যেহেতু নানার ছিল মহিষের আর আমার দাদার বাড়ী ছিল গরুর গাড়ী। শুকনো মৌশুমে এই ডিজিটাল যুগে গতকাল তেমন সুযোগ পাই বন্ধুবর মনির সৌজন্যে। সে নিমগাছি কলেজের টিচার। জীবন বীমার কাগজপত্র জমা দেবার জন্য সে যায় গুরুদাসপুর, সাথে রামের সখা হনুমানের মত আমি। প্রায়ই আমাকে নিয়ে হেথা- হোথা যায়।
এর মাঝে সিলেট- কুয়াকাটা- তেঁতুলিয়া- পাহাড়পুর- রাজশাহীও ধরা চলে। তাড়াশ থেকে ১৭ কিমি পথ মাত্র গুরুদাসপুর। নুতন আন্ডার ওয়াটার রাস্তা হয়েছে দীঘি- সগুনা হাটের পাশ থেকে বিলসার মা জননী সেতু অবধি। এপথের কথা পত্রিকায় পড়েছি, যারা গেছে তাদের মুখেও শুনেছি। বর্ষায় জল গড়ায় রাস্তার উপর দিয়ে তাই কংক্রীট ঢালাই যাতে জলের ধারায় ক্ষতি না হয় স্রোতের আঘাতেও। পীচ ঢালা রাস্তা জলে কাবু হয় সহজে। যেতে দেখলাম কুন্দইল ব্রীজের পাশে গাংয়ে নৌকা ভাসছে, তবে চলে না। অলস পড়ে আছে, বিলে জল এলে যৌবন পাবে ওগুলি বা প্রাণ। বাজারের পশ্চিমে ব্রীজের গার্ডারের মাটি সরে গেছে স্রোতের তোড়ে, তবে ব্রীজ অটুট। দেখলাম জনদরদী এমপির কাজ।
প্রফেসর আব্দুল কুদ্দুস কি না করেছে এলাকার জন্য ? কেন বার বার এলাকাবাসী ভোট দেয় তাকে বুঝলাম তা। অথচ আমাদের এলাকার এমপি অাংগুল ফুলে কলাগাছ না হয়ে বটবৃক্ষ হয়ে গেছে। এলাকা বাসী কি পেয়েছে তাকে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায় না। শুনলাম, বিলসা গ্রামের পাশের গাংয়ের ব্রীজ করেছেন ১৫ কোটি টাকায়। নাম দিয়েছেন মা জননী সেতু। গাঁ কে তিনি মা মনে করেন, অধ্যাপক মানুষ কিনা তাই হয়তো। নিজের এই গ্রামটাকে শহর বানিয়ে ফেলেছেন বলা চলে তিনি। অথচ কয়েক বছর আগে সাহিত্য সম্মেলনে গিয়ে বর্ষায় কি দূর্দসা দেখেছি এই গাঁয়ের। কোনো পথ- ঘাট নেই, ভাংগা স্কুলে সম্মেলন হলো আজ সেখানে মাল্টিকালার বহুতল ভবন। ভাংগা টিনের ঘরের মসজিদ আজ ছাদ অবধি মোজাইক করা সুরম্য অট্টালিকা। তিনি এসেছিলেন, তার প্লান আমাদের জানান। দেখলাম, প্রায় সব বাস্তবায়ন করেছেন।
পুরো গ্রামকে বিলের ঢেউ থেকে রক্ষায় কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলেছেন। ব্রীজ এলাকায় ট্যুরিস্টগনের বসার জন্য আসনে সাজিয়েছেন বহু দূর অবধি। কারন, বর্ষার সময় সত্যিকারের অপরূপ ধারন করে ব্রীজ এলাকা যা দেখতে আসে রাজশাহী সহ দূরের ট্যুরিস্ট। রাতে বংগবন্ধু সেতুর মত সোলার লাইটের আলোয় ঝলমল করবে সে আয়োজন করেছেন। এছাড়া গ্রামের মাঝে বিভিন্ন মোড়ে বা জনবহুল পয়েন্টে স্ট্রীট লাইট লাগিয়েছেন সোলারের। গুরুদাসপুর তথা চাঁচকৈড়ের নন্দকুঁজা ও বড়াল নদীতে চারটে ব্রীজ করেছেন যার প্রতিটা নির্মানে বর্তমান বাজারে ১০ কোটির বেশী খরচ হবে কমপক্ষে।
গুরুদাসপুর পৌর এলাকার আনন্দনগরে প্রায় সতর কোটি টাকায় পাঁচতলা সরকারী টেকনিক্যাল কলেজ হচ্ছে যার কাজ প্রায় শেষের পথে। অথচ আমাদের এম পি পাঁচ কোটি টাকার কোনো স্থাপনা দেখাতে পারবেন না, যদিও তার নিজের সম্পদ শতকোটি টাকার নাকি হয়েছে এমন গুঞ্জন দূর্মূখ গনের মুখে মুখে। তবে বিলের মাঝে কুন্দইল ও দীঘি- সগুনা হাটের ঈর্ষনীয় উন্নতি লক্ষ্যনীয় বটে। এছাড়া আর এক