শাহজাদপুর

শিমুল হত্যা- প্রকৃত খুনির বিচার চান মামলার আসামিরাও

শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলো ৩ ফেব্রুয়ারি শনিবার । দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচার দাবি ও শিমুলকে স্মরণ করতে নানা কর্মসূচির আয়োজন করেছে সাংবাদিকরা। অপরদিকে প্রকৃত খুনিকে শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন এ হত্যা মামলার আসামিরা।

২ ফেব্রুয়ারি ২০১৭ সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।৩ ফেব্রুয়ারি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে হাটিকুমরুল এলাকায় তার মৃত্যু হয়।

শিমুলের মৃত্যুর পরপরই সিরাজগঞ্জসহ সারাদেশের সাংবাদিকদের মাঝে প্রতিবাদের ঝড় ওঠে। শাহজাদপুরে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মানুষ আন্দোলনে নামে। সভা, সমাবেশ ও মানববন্ধনে উত্তাল হয়ে ওঠে সমগ্র দেশ।

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর মামলা দায়ের করেন। ঘটনার তিনদিন পর ৫ ফেব্রুয়ারি মামলার প্রধান আসামি হালিমুল হক মিরুকে ঢাকার শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পর্যায়ক্রমে অন্যান্য আসামিদেরও গ্রেফতার করা হয়। দ্রুত এগিয়ে চলে মামলাটির তদন্ত কাজ। তদন্ত শেষে ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

নিহত সাংবাদিক শিমুলের পরিবারকে পুনর্বাসন করতে তাঁর স্ত্রীকে অ্যাসেনশিয়াল ড্রাগে চাকরি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়াও জেলা প্রশাসন ও শাহজাদপুর উপজেলা প্রশাসন তার দু সন্তানের শিক্ষার দায়িত্ব নিয়েছে।

এদিকে শিমুল হত্যার প্রকৃত খুনিকে আড়াল করে মেয়র মিরুকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছে আসামিরা। সম্প্রতি সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিমুলের প্রকৃত খুনিদের বিচার দাবি করেন জামিনে থাকা মামলার ২৯ আসামি