শিক্ষার্থীদের হাফভাড়া আন্দোলন সংহতি প্রকাশ ও জ্বালানী তেলের দাম কমানোর দাবিতে বাসদের মানববন্ধন ও সমাবেশ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
শিক্ষার্থীদের হাফভাড়া আন্দোলনে সংহতি প্রকাশ ও আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দামের সাথে সমন্বয় করে জ্বালানী তেলের দাম কমানোর দাবিতে সিরাজগঞ্জে বাসদের মানববন্ধন ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন ও সমাবেশের সভাপতিত্ব করেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার ।
সমাবেশে বক্তব্যে রাখেন , বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব অ্যাডঃ আনোয়ার হোসেন, সদস্য আব্দুলাহ আল মামুন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ । বক্তাগন জ্বালানী তেলের দাম বৃদ্ধির অজুহাতে বাস ভাড়া বৃদ্ধি করায় সাধারণ শিক্ষার্থীরা বা ভাড়া হাফ করার দাবিতে যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে। সংহতি প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন ছাত্রদের এই আন্দোলন যৌক্তিক অবিলম্বে এই দাবি মেনে নেয়ার জোর দাবি জানান, সেই সংগে নিরাপদ সড়ক নিশ্চিত করা সহ গ্রেফতার কৃত ছাত্র-ছাত্রীদের মুক্তি চান। নেতৃবৃন্দ আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কমে যাওয়ায় সমন্বয় করে জ্বালানী তেলের দাম কমানোর জোর দাবি জানান।