শিক্ষকের ঘুষিতে শিক্ষার্থীর কানের পর্দা ফাটানোর অভিযোগ
তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী’র সিমান্তবর্তী কাজীপুর উপজেলায় শিক্ষকের ঘুষিতে শিক্ষাথীর কানের পর্দা ফাটানোর অভিযোগ তুলেছেন শিক্ষার্থীর অভিবাভক। সোমবার কাজীপুর উপজেলা চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে শিক্ষার্থীর অভিবাভক ও শিক্ষার্থী এবং সচেতন এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বিদ্যালয় ও শিক্ষার্থীর পরিবার সুত্রে জানা গেছে-সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী তার বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র নুর আলম কে কবুতরের বাচ্চা নেয়ার জন্য কলা গাছের খোল দিয়ে একটি ডুংগা বানিয়ে দেওয়ার জন্য বলেন। কিন্ত ওই শিক্ষার্থী কয়েক দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় শিক্ষক শাহজাহান তার ছাত্র নুরে আলম কে মোবাইল ফোনে ডুংগা বানানোর কথা জিজ্ঞাসা করেন। এর উত্তরে শিক্ষার্থী বলে যে স্যার আপনার কাজ ওকে বলে এবং ভেরী গুড বললে শিক্ষক শাহজাহান ক্ষেপে ওঠে গালমন্দ করে।এ ভয়ে শিক্ষার্থী নূরে আলম স্কুলে আসা বন্ধ করে দেয়।পরে শিক্ষার্থী বিদ্যালয়ে না আসার বিষয়টি শিক্ষার্থীর বড় ভাই একই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আল আমীন এর নিকট শিক্ষক শাহজাহান আলী জানতে চান।সে উত্তরে জানেনা বললে শিক্ষক শাহজাহান তার উপর ক্ষিপ্ত হয়।এ সময় আল আমীন সহ কয়েক জন শিক্ষার্থীকে তার হাতে থাকা বেত দিয়ে বেত্রাঘাত করে।এতে আল আমীন অসুস্থ বোধ করে। পরে শিক্ষকের নিকট ছুটি’র প্রার্থনা করে আল আমীন।তাকে ছুটি না দিয়ে এলোপাথারী কিল ঘুষি’র দেয়ার সময় কানে ঘুষি মারলে কানের পর্দা ফেটে প্রচুর রক্তক্ষরন হয়।পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসার পর আবস্থার বেগতি হলে শিক্ষার্থীর পরিবারের লোকজন সোমবার রাত ১০ টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
শিক্ষার্থীর মাতা নুরুন্নাহার(৪৫) কান্নায় ভেঙ্গে পড়ে ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষক শাহজাহান আলী’র বিরুদ্ধে অভিযোগ করে বলেন-আমার ছেলেকে অন্যায় ভাবে কানে ঘুষি মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। আমি প্রশাসনের নিকট বিচার চাই।
এ ব্যাপারে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক শাহজাহান আলী কে মোবাইল ফোনে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী জানান, শিক্ষার্থীকে মারধরের বিষয়টি শিক্ষার্থীর পরিবার বা আতœীয়-স্বজন কিংবা এলাকার পক্ষ থেকে কেউ জানান নি। এ বিষয়টি আমি জানতে পেরে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তোজাম্মেল হোসেন কে ঘটনার তদন্ত করে আমাকে জানাতে বলেছিলাম কিন্ত তিনিও আমাকে জানাননি। এর পরেও শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সুনিদিষ্ট অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে সকল শিক্ষক ও এলাকার সুধী জনদের সাথে আলোচনা করে ব্যাবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে কাজীপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।