শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০১৯
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
“শিকড়” (শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ্#৩৯;৮৯ ব্যাচের বন্ধু
সংগঠন ) এর উদ্যোগে ১৩ জুলাই, ২০১৯, শনিবার ‘কৃতী শিক্ষার্থীসংবর্ধনা-২০১৯’ আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে । শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আয়োজনে অধ্যাপক ড. মো. রাফি উদ্দিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদালয়, বাংলাদেশ এর মাননীয় কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবদুস ছাত্তার, অধ্যক্ষ, শাহজাদপুর সরকারি কলেজ, জনাব মো. নাজমুল হুসেইন খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহজাদপুর এবং জনাব মো. মোজ্জাফর হোসেন, সভাপতি, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, কৃতী শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও শিকড়ের সকল সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্টানে অতিথি বৃন্দ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও বই বিতরণ করা হয়।উল্লেখ্য, “শিকড়” ২০০০ সাল থেকে প্রতিবছর নিয়মিত ভাবে বিদ্যালয় প্রাঙ্গণে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন করে আসছে। শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী এসএসসি ও জেএসসি তে এচঅ ৫.০০ পেয়ে সাফল্য লাভ করে এবং উক্ত বিদ্যালয় থেকে যারা বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে তাদেরকে সংবর্ধিত করে আসছে ৷