শাহজাদপুর রুপবাটি ও নরিনা ইউনিয়নে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার রুপবাটি ও নারিনা ইউনিয়নে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ফসলঃ সরিষা, জাতঃ সরিষা-১৪। প্যাটানের নাম- সরিষা- বোরো- রোপা আমন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাহজাদপুর এর বাস্তবায়নে
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল হতে দিনব্যাপী উক্ত ২ টি ইউনিয়নে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চল, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক
কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন।
উক্ত কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আ. জা. মু. আহসান শহীদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান সহ অন্যান্যরা।
স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহম্মেদ।
এসময়ে মাঠ দিবস অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার শুভজিত রায়, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, েস
এসএপিপি মোঃ আবু সাইদ অন্যান্য কৃষি উপ-সহকারী, কর্মচারীগণ, স্থানীয় কৃষক-কৃষাণীরা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে, বাফার গোডাউন বাঘাবাড়ি পরিদর্শন করা হয়। পরিদর্শনে সারের মজুদ সন্তোষজনক পাওয়া যায়।