শাহজাদপুর থানায় বিভিন্ন অপরাধ মামলায় ৮জন গ্রেফতার।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় বিভিন্ন অপরাধের সহিত জড়িত মোট ৮ জন আসামী কে গ্রেফতার এবং দস্যূতা মামলায় লুন্ঠিত সকল স্বর্ন অলঙ্কার উদ্ধার করেছে থানা পুলিশ ।
অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান দিকনির্দেশনায় – মঙ্গল বার ২৫-০২-২০২০ ইং তারিখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় গ্রেফতারী পরোয়ানা মূলে ০৫ জন এবং দস্যূতা মামলায় ০৩ জন আসামীসহ মোট ০৮ জন আসামী গ্রেফতার করাসহ দস্যূতা মামলার লুন্ঠিত সকল স্বর্ন অলঙ্কার উদ্ধার পূর্বক লুন্ঠিত মালামাল এবং গ্রেফতারকৃত ০৮ জন আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারী পরোয়ানা মূলে ০৫ আসামী গ্রেফতার করেন, অত্র শাহজাদপুর থানার এসআই মোঃ শাহজাহান আলী, এসআই মোঃ গোলজার হোসেন, এসআই মোঃ রুবেল প্রামানিক, এসআই মোঃ নুরুল হুদা, এএসআই শ্রী কাঞ্চন কুমার প্রাং, দস্যূতা মামলায় উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আফজাল হোসেন ০৩ জন আসামীদের গ্রেফতার পূর্বক লুন্ঠিত ১,১০,০০০/- টাকার স্বর্ন অলংকার উদ্ধার করেন