শাহজাদপুর

শাহজাদপুর কৈজুরী ইউনিয়নের বাজেট ঘোষনা

আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক :

শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ ইং অর্থ বছরের উন্মক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্তরে কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিসেফ বাংলাদেশ এর নিউট্রিশন অফিসার শহিদুল হাসান, ইউনিসেফ কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার মনজুর আহমেদ, এডুকেশন অফিসার সিফাত ইসলাম, অনুষ্ঠানটি স ালনা করেন ইউনিসেফ বাংলাদেশ এর শাহজাদপুর উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুল হালিম। এসময় বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোহাব্বত আলী। কৈজুরী ইউনিয়ন পরিষদের মোট ৪ কোটি ৪৯ লক্ষ ৮ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষনা করা হয়। সম্ভাব্য ব্যায় ধরা হয় ৪ কোটি ৪৯ লক্ষ ৩ হাজার ৬৮০ টাকা। উক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, এনজিও কর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।