শাহজাদপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন আজাদ রহমান
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক আজাদ রহমান।এর আগে তৃণমূলের ভোটে নির্বাচিত হওয়ার পর এবার পেলেন দলীয় মনোনয়ন। শনিবার ( ৯ ফেব্রুয়ারী ) কেন্দ্রিয় আওয়ামী লীগ ঘোষিত তালিকায় তিনি মনোনীত হয়েছেন। এ তালিকা প্রকাশের পরেই শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ বিরাজ করছে। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা তাকে বিজয়ী করতে ঐক্যবন্ধ হয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছে আওয়ামীলীগ নেতারা।