শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের শুভ উদ্বোধন
আবির হোসাইন শাহীন:
“করলে রক্তদান বাঁচবে একটি প্রান” কতিপয় সেচ্ছাসেবী যুবকদের উদ্যোগে সামাজিক সংগঠন গড়ে তোলা হয়েছে। সিরাজগঞ্জ শাহজাদপুরে অনলাইন রক্তদান সংগঠনের উদ্ধধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: নাজমুল হুসেইন খাঁন উপজেলা নির্বাহী অফিসার শাহজাদপুর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: মামুনুর রশিদ লিয়াকত ভাইসচেয়ারম্যান শাহজাদপুর উপজেলা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো : মামুন বিশ্বাস (প্রতিষ্ঠাতা দি বাড সেফটি হাউজ) সাংবাদিক ও সমাজকর্মী আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সাগর বসাক ও ফরিদ আহমেদ ভাই। আলোচকরা শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের ” সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ সকল সদস্যদের জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এত সুন্দর আয়োজন করার জন্য।