শাহজাদপুরে ৮ জুয়াড়ি আটক
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
শাহজাদপুরে ৮ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার রাতে এস আই আব্দুল্লাহ আল মামুন পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় দ্বারিয়াপুর চৌধুরী পাড়ার মৃত মজিদ বেপারীর ছেলে বাচ্চু বেপারী (৪০), ঈমান বেপারীর ছেলে ফেরদৌস বেপারী (৪০), দ্বারিয়াপুর খাঁপাড়ার মৃত কোরব বেপারীর ছেলে আব্দুর রাজ্জাক(৩৫), মৃত রুপো বেপারীর ছেলে রাজু বেপারী (৩০), মৃত ঝানু বেপারীর ছেলে নজরুল বেপারী (৪৫), রমেল তালুকদারের ছেলে মোজাহার তালুকদার(৩৫), দ্বারিয়াপুর নিকারী পাড়ার মৃত মতিন বেপারীর ছেলে মমিন বেপারী (৪০), মৃত মজির বেপারীর ছেলে শহিদুল বেপারী (৪২) কে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের হয়। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।