শাহজাদপুর

শাহজাদপুরে ৪বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফেলুন গ্রেফতার

সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুুুন্না

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রমজান আলী ওরফে ফেলুন (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় মহল্লার অধিবাসী।

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, উক্ত মহল্লার আলেপের শিশু মেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘরে বসে টিভি দেখছিল। তার মা রানা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে ফেলুন ঘরে ঢুকে ওই মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তার আত্নচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং ধর্ষক ফেলুনকে হাতে নাতে আটক করে।

এ বিষয়ে স্থানীয়রা আপোষ মিমাংসায় ব্যর্থ হওয়ার পর ওই দিন সন্ধ্যা শাহজাদপুর থানায় তাকে সোপর্দ করা হয়। এ ব্যাপারে শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।