শাহজাদপুরে ১৪৫ আশ্রয়হীন পরিবার পেল নতুন আশ্রয়
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের পুরানটেপরী গ্রামের দিন মজুর ঠান্ডু মিয়া। চার ছেলেমেয়ে সহ পরিবারের ছয় জনের মুখে আহার তুলে দিতে গিয়ে কাক ডাকা ভোরে মজুর দিতে বেড়িয়ে যেতেন তালগাছি বাজারে। প্রতিদিন যে রোজগার হতো ত্ াদিয়ে চাল ডাল কিনে কোন মতে সংসার চালান । এভাবেই চলে তার অনিশ্চয়তার জীবন। গত ২০১৮ ডিসেম্বরের শেষের দিকে খবর আসে তার বাড়িতে বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগেছে। দৌড়ে বাড়ি গিয়ে দেখেন তার সর্বস্ব পুড়ে মাথা গোজার ঠাই টুকুও শেষ হয়ে গেছে। ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচেই জীবন যাপন করা ছাড়া আর কোন উপায় ছিলনা তার। গন মাধ্যমে প্রকাশের পর শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান ছুটে যান ওই আগুনে পোড়া দুটি বাড়িতে। ওইদিন তাদেরকে ঘর দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
একই ইউনিয়নের গাড়াদহ গ্রামের ভ্যান চালক গোলাম হোসেন তার স্ত্রী পরিজন নিয়ে ভাঙ্গা ঘরে বসবাস করতেন। একটু বৃষ্টি হলেই ঘরের চালের ফাক ফোকড় দিয়ে নেমে আসে পানি। ঘরের চাল দিয়ে পানি পড়ায় পরিবার পরিজন নিয়ে ঘরের এক কোনে বসে থাকা ছাড়া আর কোন উপায়ই ছিলনা।
এসব অসহায় মানুষ যাদের একখন্ড জমি আছে, কিন্তু মাথা গোজার ঠাঁই নাই তাদের জন্য এগিয়ে এসেছে সরকার। সারা দেশের মত সিারজগঞ্জের শাহজাদপুর উপজেলাতেও বাস্তবায়িত হচ্ছে আশ্রয়ণ প্রকল্প -২। প্রকল্পের মাধ্যমে নির্মাণ করে দেয়া হচ্ছে একলাখ টাকার একটি করে বসতবাড়ি। এপ্রকল্পের মাধ্যমে শাহজাদপুর উপজেলায় নির্মাণ করা হয়েছে ১৪৫টি বাড়ি। এই প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের নির্মাণ করে দেয়া হয়েছে মেঝে পাকা বাড়ান্দাসহ টিনের ঘর ও পাশেই টয়লেট। প্রতিটি বাড়ির উপকরণসহ নির্মাণ খরচ এক লাখ টাকা। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী, সহকারী কমিশনার (ভুমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
যে ব্যক্তির ১০ শতাংশ জমি আছে, কিন্তু ঘর নেই অথবা থাকলেও জরাজীর্ণ বসবাসের অনুপযোগী এমন দুস্থ ব্যক্তি, অসহায় মুক্তিযোদ্ধা, বিধবা বা স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধী, উপার্জন অক্ষম ব্যক্তি, ভিক্ষুক, অতি বার্ধক্য ব্যক্তি এ প্রকল্পের সুবিধা পাবেন। মোট ১৪৫ পরিবারের গৃহ নির্মাণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিটি লক্ষ টাকা হিসেবে এ উপজেলায় এই খাতে খরচ হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা।
গাড়াদহ ইউনিয়নের পুড়ানটেপরী গ্রামের ফরকুল ও ঠান্ডু তাদের বাড়ি আগুনে পুরে যাওয়ার পর নতুন ঘর পেয়ে খুবই খুশি। ঘর পেয়ে তারা জানান ঘর করা সামর্থ আমাদের ছিলনা, ভবিষ্যতে কখনো হতো কিনা জানিনা। আমরা মাননীয় প্রধান মন্ত্রীর কাছে কৃতজ্ঞ তার এই নিজস্ব উদ্যোগের জন্য।
গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, প্রকল্পের দিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেই সুবিধাভোগী দুঃস্থ পরিবার নির্বাচন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন জানান, প্রকল্পের নির্দেশিত ডিজাইন ও প্রাক্কলিত ব্যয়ে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। সর্বোচ্চ মান নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্য নিরলসভাবে পরিশ্রম করেছেন। নতুন আশ্রয়ে সুবিধাভোগীদের আনন্দ ও কৃতজ্ঞতা দেখে আমরা অভিভুত। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প তালিকার এ কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে ভবিষ্যতে কোন ব্যক্তি বা পরিবার আর গৃহহীন থাকবেনা।