শাহজাদপুর

শাহজাদপুরে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে থানা পুলিশ।  জানা যায়. গত বুধবার রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত রাকিবুল হুদা ও ওসি অপারেশন মোঃ আসলাম হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৌর এলাকার মওলনা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রী কলেজ মাঠে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ মোঃ পারুল ইসলাম (৪৮) ও মোঃ কামাল হোসেন (৪৫)নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় মাদক ব্যাবসায়ীদের সাথে থাকা শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর লম্বা পাড়া গ্রামের মোঃ জাহিদুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়।এ ব্যাপারে শাহজাদপুর থানায় ৩ জনকে আসামী করে মাদদ্রব্যনিয়ন্ত্রন আইনে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। জানা যায়, আসামী মোঃ পারুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাহাপড়া মুন্সিপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের পুত্র ও আসামী মোঃ কামাল হোসেন একই জেলা ও থানার ছত্রোশিয়া গ্রামের মৃত ইসরাঈলের পুত্র। এ ঘটনায় এলাকাবাসী শাহজাদপুর থানা পুলিশকে বাহবা জানিয়েছে ।