শাহজাদপুরে ১০টাকা কেজি চাউল বিতরনে অনিয়ম

আবির হোসাইন শাহিন ,নিজস্ব প্রতিবেদক :

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গ্রামীণ দরিদ্র ৫০ লাখ পরিবারের মধ্যে ১০ টাকা কেজির চাল বিতরণ কর্মসূচি চালু করেছে সরকার। হতদরিদ্রদের জন্য সরকার এই মহতী উদ্যোগ নিলেও চালের বড় একটি অংশই চলে যাচ্ছে বিত্তবানদের পকেটে। স্থানীয় প্রশাসনের সহায়তায় রাজনৈতিক প্রভাবশালী নেতা-কর্মী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বাড়িওয়ালা, চাকরিজীবীসহ আর্থিকভাবে সচ্ছলদেরই তালিকায় নাম লিপিবদ্ধ করে চাল উত্তোলন করে বিক্রি করা হচ্ছে কালোবাজারে। ফেয়ার প্রাইজের চাল নিয়ে এমনি ভয়াবহ অনিয়মের চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে।

উপজেলার কায়েমপুর ইউনিয়নে ২৪২০ টি, গাড়াদহ ১৯৫৮, পোতাজিয়া ২১৬৮, রূপবাটি ১৯০০, গালা ১৯৫০, পোরজনা ২৭৭৯, হাবিবুল্লাহ ২০০০, বেলতৈল ২২০০, খুকনি ২৫০০, কৈজুরি ২৭১৯, সোনাতুনি ২৫০০, নরিনা ২২৪৪, জালালপুর ১৫৭১ টি মিলে ১৩টি ইউনিয়নে মোট কার্ডধারির সংখ্যা ২৩ হাজার ৬৯০ জন হলেও তালিকার প্রায় ৭০ শতাংশই ভূয়া বলে অভিযোগ উঠেছে। তালিকায় থাকা অধিকাংশ মানুষই জানেনা ১০ টাকা কেজি চালের কার্ডের কথা। এমনকি তারা জানেনা কিভাবে তাদের নাম তালিকায় ঢুকেছে। একই সাথে তালিকা থেকে বাদ পড়েনি মৃতরাও। এমন ভয়াবহ অভিযোগের তীর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধেই। সংশ্লিষ্ট চেয়ারম্যান, খাদ্য কর্মকর্তা, ট্যাগ অফিসার ও ডিলারদের যোগসাজশে কৌশলে জনগণের নিকট থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে ভূয়া তালিকা তৈরি করে এসব চাল আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। শুরু থেকেই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে এমন অনিয়ম করে আসছে সংশ্লিষ্টরা। দুস্থদের মধ্যে বিতরণের নাম করে সরকারি গোডাউন থেকে চাল উত্তোলন করা হলেও প্রায় সব চাউল কালোবাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে।

কালোবাজারে বিক্রি হওয়া অর্থ ভাগবাটোয়ারা হয়ে চলে যাচ্ছে প্রভাশালীদের পকেটে। উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ২১৬৮ জন কার্ডধারির তালিকা থাকলেও তা কেবল কাগজে কলমেই বলে মনে করছেন স্থানীয়রা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে উত্তোলন করা চাউল বিতরন করা শেষ হয়েছে বলে কাগজে কলমে দেখানো হয়েছে। মাস্টারোল তৈরি হয়েছে চাউল গ্রহিতাদের আঙ্গুলের টিপসই নিয়ে। বিষয়টি যাচাই করতে সাংবাদিকদের একটি দল প্রথমেই খোজ নেন পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামে। কথা হয় তালিকায় থাকা ১১২৯ নং কার্ডধারী জুলু মোল্লার ছেলে হানেফের সাথে। ১০ টাকা কেজি দরের চাউলের কার্ড আছে কিনা জিজ্ঞাস করতেই তিনি যেন আকাশ থেকে পড়লেন। বললেন, ‘ আমি জীবনেও ইউনিয়ন থেকে কোন কিছু পাই নাই। শুনেছি ১০টাকা কেজি দরে সরকার চাউল দেওয়া দিচ্ছে কিন্তু কখন কিভাবে কাদের এই চাউল দেওয়া হয় সেটা জানিনা।’ এবার আরেকটু তালিকা ধরে খুঁজে বের করা হয় একই গ্রামের জয়নুল আবেদিনের ছেলে আব্বাস মোল্লা, মাহমুদ আলীর ছেলে আশরাফ মোল্লা, আরশাদ আলীর স্ত্রী জাহানারা খাতুন,হাফিজ মোল্লার ছেলে নিজাম উদ্দিন, ছামাদের ছেলে ইয়াছিন এবং রহিম মোল্লার ছেলে মুকুল মোল্লাকে। তাদের সাথে কথা বলে উঠে আসে জালিয়াতির ভয়াবহ চিত্র।

তালিকায় প্রত্যেকের নাম এবং চাউল উত্তোলনের টিপসই আছে মাস্টারোলে। অথচ কেউই জানেনা কিভাবে তাদের নাম তালিকায় ঢুকলো। জীবনে এক কেজি চাউলও পায়নি পরিষদের তরফ থেকে। অথচ তাদের নামে বছরের পর বছর চাউল উত্তোলন হচ্ছে। পুরো গ্রাম খুঁজেও চাউল পেয়েছে এমন কাউকে পাওয়া যায়নি। কিন্তু একটি ভয়াবহ তথ্য উঠে আসে। চালবাজির জালিয়তি থেকে বাদ পড়ছে না মৃত ব্যাক্তিরাও। কবর থেকে তুলে এনে তাদের থেকেও নেওয়া হচ্ছে টিপসই। এমনই ভয়াবহ তথ্য পাওয়া যায় আব্দুর রশিদের স্ত্রী ময়না খাতুনের কাছে গিয়ে। তালিকায় স্বামী স্ত্রী দুজনেরই নাম আছে। ময়না খাতুনের কার্ড নাম্বার ১১৩৭ এবং স্বামী রশীদের কার্ড নাম্বার১১৩৮। অথচ আব্দুর রশীদ মারা গেছেন ৫ বছর আগে।এ বিষয়ে ময়না খাতুন জানান, তিনি জানেন না কিভাবে তাদের নাম এই তালিকায় উঠেছে। কখনও পরিষদ থেকে কোন প্রকার চাউলই তিনি পাননি। এভাবে পোতাজিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ঘুরে একই চিত্র দেখা যায়। দূর্নীতি এবং জালিয়াতির ব্যাপারে পোতাজিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য জানান, পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ট্যাগ অফিসার এবং উপজেলা খাদ্যকর্মকর্তা জোগসাজসে দীর্ঘদিন ধরে এমন জালিয়াতি করে সব চাউল আত্মসাত করছে। চাউল দেওয়ার কথা বলে জনগনের নিকট থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে কাউকে কিছু না দিয়ে জালিয়াতি করে আসছে চেয়ারম্যান।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মোঃ ইয়াছিন আলীকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের সদুত্তর না দিয়ে অনৈতিক প্রস্তাব দেন এবং বলেন, আপনারা (সাংবাদিকরা) ম্যানেজ করে নেন। এমন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.