শাহজাদপুরে হাইওয়ে রোড সংলগ্ন ডাকাতির প্রস্তুতিকালে কার, অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শামছুর রহমান শিশির ঃ
ডাকাতি করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া- নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন শাহজাদপুর উপজেলার পৌর এলাকার দ্বাবাড়িয়া গ্রামের হাইওয়ে রোড সংলগ্ন বাইপাস রাস্তা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও ২ রাউন্ড গুলিসহ ১টি অত্যাধুনিক সচল বিদেশী রিভলবার, ২টি চাইনিজ কুড়াল, ডাকাতি করার সরঞ্জাম, বেশ কিছু ডাকাতি করা মালামালসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে শাহাজদপুর থানা পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম রাকিবুল হুদাসহ থানা পুলিশের বিশেষ একটি দল জীবন বাঁজি রেখে ওই স্থানে অভিযান চালিয়ে দেশি, বিদেশি অস্ত্র, ডাকাতিকৃত মালামালসহ ৯ ডাকাতকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত অান্তঃজেলা দলের ডাকাত সদস্যরা হলো শাহজাদপুর উপজেলার সোনাতুনী ইউনিয়নের কুরসি গ্রামের সোনাউল্লাহ ছেলে সবুজ উল্লা (৩৫), ছোট চাঁমতারা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে পাষান (৩০), চৌহালী উপজেলার চরসাধা গ্রামের আব্দুল হাই এর ছেলে নুর ইসলাম (৪৫), শৈলজানা গ্রামের হাতেম আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৫), টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার সানবাড়ী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩০), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খলিশাডহরা গ্রামের লাল মিয়ার ছেলে এমারত আলী ওরফে চুক্কা (৩৮), উয়াইল গ্রামের আঞ্জু শেখের ছেলে এলাহী (৪০), একই গ্রামের আঃ আজিজের ছেলে শহীদ মিয়া (৪০) ও হাটাইল গ্রামের কুদ্দুস আলীর ছেলে রোস্তম (৪৫)। এ ঘটনায় গ্রেফতারকৃত ৯ ডাকাতসহ অজ্ঞাত আরও কয়েক জনকে আসামী করে শাহাজদপুর থানায় ৩৯৯/৪০২ ধারা ও ১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট এর ১৯ এ ধারায় দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদের সিরাজগঞ্জ কোর্টে চালান করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ ব্যাপারে শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কুখ্যাত ডাকাত চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত ৯ ডাকাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন থানায় অসংখ্য ডাকাতি ও অপহরনের মামলা রয়েছে।’ এদিকে, জীবন বাঁজি রেখে দেশি বিদেশী অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৯ সদস্যকে ডাকাতি করার পূর্বেই গ্রেফতারে সক্ষম হওয়ায় শাহজাদপুর থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে শাহজাদপুরবাসী।