শাহজাদপুরে সার্কাসের হাতি ছুটে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বৃহস্প্রতিবার দুপুরে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শিল্প ও বানিজ্য মেলায় চালিত দি লায়ন সার্কাসের একটি বড় হাতি শিকল ছিরে ছুটে পালালে এলাকা বাসি আতঙ্কিত হয়ে পরে । অনেক চেষ্টার ফলে অবশেষে হাতিটি ধরাপরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের বড়াল নদী থেকে। এ ব্যাপারে হাতিটির মাহুদ মোঃ মজিবর সাংবাদিকদের বলেন , এই প মোট দুটি হাতি রয়েছে তবে এর মধো এই বড় হাতিটি মাঝে মধ্যে এ রকম ছুটে পালায় । মাহুদের কাছে এই ছুটে পালানোর কারন জানতে চাইলে তিনি বলেন , হাতিটির যখন প্রচন্ড গরম লাগে তখনই এই হাতিটি ছুটে পালায় তবে হাতিটি কারো কোন ক্ষতি করেনা । অপরদিকে হাতিটির ছুটে পালানোর খবর ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।