শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যাকান্ডের ২য় বার্ষিকী উপলক্ষে গনমাধ্যম কর্মী কর্তৃক স্মরণসভা অনুষ্ঠিত।

শাহজাদপুুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকান্ডের আলোচিত ও চাঞ্চল্যকর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য আবারো জোরালো দাবি উঠেছে তার স্মরণ সভায়। সেসাথে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে ৬ মাস সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার জন্য মহামান্য সুপ্রিম আদালতের অ্যাপিল বিভাগের আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন গণমাধ্যমকর্মী ও পেশাজীবি সংগঠনের নেতারা। শিমুল হত্যাকান্ডের ২য় বার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে গণমাধ্যমকর্মী কর্তৃক আয়োজিত গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা এ দাবি জানান। স্থানীয় প্রভাবশালী মহল কোনভাবেই যেন বিচার প্রক্রিয়া প্রভাবিত, বিলম্বিত ও কলঙ্কিত করতে না পারে, সেজন্য সর্বস্তরের লোকজনকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়। এমনকি, শাহাজাদপুরের আলোচিত ও সাময়িক বহিস্কৃত মেয়র এবং হত্যাকান্ডের প্রধান আসামী হালিমুল হক মিরুর শটগানের ছোড়া গুলির স্পিøন্টার (যা শিমুলের মাথা থেকে প্রাপ্ত) এর ব্যালিস্টিক প্রতিবেদন নিয়ে যেন কোন গোষ্টি অপপ্রচার করতে না পেরে,সেজন্য সজাগ থাকতে বলা হয়। গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যের প্রতিষ্ঠান শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফির সভাপতিত্বে সমকাল বার্তা বিভাগের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাশ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, সমকাল পাবনা অফিসের স্টাফ রির্পোটার এবিএম. ফজলুর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) হাসিব সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কে.এম.রাকিবুল হুদা, উপজেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি ও শাহজাদপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এম.আব্দুল আজিজ, পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আরটিভির স্টাফ রির্পোটার সুকান্ত সেন, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, শাহজাদপুর শাখার সভাপতি গোলাম সাকলায়েন, সাংবাদিক আতাউর রহমান পিন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াহিদ হাসান শেখ কাজল, যুবলীগ নেতা আশিকুল হক দিনার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু। স্মরণ সভার আগে আলোচিত এ মামলাটির মুল বিচারকি কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করার দাবিতে শোকর‌্যালি করেছেন গণমাধ্যমকর্মীসহ শাহজাদপুরের বিভিন্ন পেশাজীবিরা। সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর উপজেলা চত্বর থেকে এ র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফের উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সোয়া ১১টার দিকে শিমুলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের লোকজন। র‌্যালিটির নেতৃত্ব দেন সমকাল বার্তা বিভাগের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাশ। র‌্যালিতে গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবিদের সাথে শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহারসহ স্বজনরা ও মাদলা গ্রামের অধিবাসিরাসহ স্থানীয় ও জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে মাদলা গ্রামের কবরস্থানে শিমুলের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনা করেন তার সহকর্মীরা। প্রসঙ্গত: শাহজাদপুর পৌরসভার একটি ঠিকাদারী কাজ নিয়ে দ্বন্দ্বে মিরুর দু’সহোদর মিন্টু ও পিন্টুসহ তাদের সন্ত্রাসী বাহিনী গত ২০১৭ সালের ২ ফেব্রুয়ারী শাহজাদপুর কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে ধরে এনে পৌর এলাকায় মিরুর বাড়িতে আটকে রেখে বেধড়ক মারপীট ও হাত-পা ভেঙ্গে দেয়। এ ঘটনায় ছাত্রলীগের স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে উদ্ধার করতে গিয়ে মিরুর বাড়ি ঘেরাও করে। এ সময় মিরুর সহোদরদের উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এ সময় পেশাগত দায়িত্ব পালন ও ছবি সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শিমুল মিরুর ছোড়া শর্টগানের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হন। পরদিন ৩ ফেব্রুয়ারী বগুড়া শজিমেক হাসপাতাল থেকে ঢাকা নেবার পথে মারা যান সাংবাদিক শিমুল।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.