শাহজাদপুরে শিক্ষাবিদ নূরুল ইসলাম স্বরণে শোকসভা
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
শাহজাদপুরে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক , শিক্ষাবিদ নুরুল ইসলাম স্বরণে শোক র্যালি ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুরে শিক্ষাবিদ নুরুল ইসলাম স্বরণে শোক সভা আয়োজন কমিটির উদ্যোগে শনিবার (৯ফেব্রুয়ারি -২০১৯)বিকেলে একটি র্যালি শাহজাদপুর সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সরকারি কলেজে গিয়ে শেষ করে শোকসভায় যোগ দেন। শহিদ মিনারে আয়োজিত আয়োজন কমিটির আহবায়ক সাবেক অধ্যক্ষ এ,এম আব্দুল আজিজের সভাপতিত্বে উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান, শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড.আব্দুস সাত্তার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফখরুল ইসলাম, এড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহআলম, দ্বায়িত্বপ্রাপ্ত পৌর মেয়র নাসির উদ্দিন ,ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজী শওকতের সঞ্চালনায় উক্ত শোকসভায় আরো উপস্থিত ছিলেন, রংধনু কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এ,এ শহিদুল্লাহ বাবলু, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডু, প্রেসক্লাব শাহজাদপুর’র সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক,যুগ্ন সম্পাদক মামুন রানা, ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ হায়দার আলী প্রমুখ। শোকসভায় বক্তারা শিক্ষাবিদ নুরুল ইসলামের দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, তিনি চলতি বছরের গত ১২ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎস্বাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।