শাহজাদপুর

শাহজাদপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে শহিদ স্মৃতি মিলনায়তনে এ প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ , সাংস্কৃতিক কর্মী ও স্কুল কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের সম্মতিক্রমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২০,২১ ও ২২ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপি বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের প্রতিযোগিতা ও একুশের ভোরে প্রভাতফেরির মধ্যে দিয়ে পালিত হওয়ার সিদ্ধান্ত হয় ।