শাহজাদপুরে রংধনু কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের বসন্ত বরণ উৎসব ।
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
শাহজাদপুর রংধনু কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের উদ্যোগে নানা আয়োজনে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। ,বুধবার(১৩ফেব্রুয়ারি-২০১৯) সকাল ১০ টায় স্কুল চত্তরে নানা আয়োজনে এ অনুষ্ঠানমালার মধ্যে ছিলো, নাচ,গান, আবৃত্ত্বি, বসন্তের খাবার পরিবেশন ইত্যাদি। স্কুল চত্তর আলোক সজ্জায় সজ্জিত ও পলাশ, শিমুল গাছ দিয়ে সাজানো হয়। সকাল থেকেই স্কুলের ছাত্র ছাত্রীরা নানা সাজে নাচ,গান পরিবেশন করে। অভিবাবকসহ উৎসুক জনতার ভিড় জমে বিদ্যালয় প্রাঙ্গনে। সকাল থেকেই অনুষ্ঠানটি যমুনা টিভিতে সরাসারি সম্প্রচার করা হয়। স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীনের সার্বিক তত্বাবধানে শিক্ষক ও শিল্পি মঈন উদ্দিনসহ ছাত্র ছাত্রীরা নাচ,গান পরিবেশন করে।
অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন বলেন, বইয়ের শিক্ষার পাশাপাশি ছাত্র ছাত্রীদের বিনোদন ও সামাজিক শিক্ষাদানের লক্ষেই আমি প্রতিবছর ব্যতিক্রমী আয়োজন করে থাকি। যাতে করে ছাত্র -ছাত্রীরা বাংলার নানা উৎসব সম্পর্কে বাস্তবিক কিছু জ্ঞান অর্জন করতে পারে ।