শাহজাদপুরে যমুনা নদীতে এক অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার।
আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত এক নারীর (৪০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮মার্চ-২০১৯)রাত ৭টায় শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের জগতলা যুমনা নদীর ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া সন্ধ্যায় জগতলা যুমনা নদীর ঘাট এলাকায় ভাসমান এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, লাশের শরীরে ৪টি সোয়েটার ও ২টি ব্লাউজ পরিহিত রয়েছে এবং মাথার চুল স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। প্রাথমিকভাবে ধারনা করছি এই মহিলার মানসিক সমস্যা থাকতে পারে। তবে সার্বিক তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।