শাহজাদপুর

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে কারেন্ট জাল ধ্বংস ও জরিমানা

বাবুল আকতার খান, শাহজাদপুরঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে কালাই বিলে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মৎস্য শিকার করায় ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা ও ৬৩০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জানা গেছে, সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের ভ্রাম্যমান আদালত উপজেলার পোতাজিয়া কালাই বিলে অভিযান পরিচালনা করে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মৎস্য শিকার করার সময় পোতাজিয়া গ্রামের মনি গোপাল হলদারের ছেলে উৎপল হলদার(২২) কে ৫ হাজার টাকা জরিমানা করেন ও তার ২৮০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করেন। এছাড়াও একই বিলে অভিযান চালানোর সময় আরেকজন মৎস্য শিকারি তার নৌকা ও জাল রেখে কৌশলে পালিয়ে যায়। এসময় তার ৩৫০ মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয় ও তার ইঞ্জিন চালিত নৌকাটি জব্দ করে শাহজাদপুর থানা হেফাজতে রাখা হয়েছে। এসময় উপজেলা নির্বাাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী।